জাতীয় পরিচয়পত্রে নাম ও তথ্যাদি সংশোধন, স্বাক্ষর পরিবর্তনঃ নাম ও তথ্যাদি সংশোধনের ক্ষেত্রে দালিলিক প্রমাণস্বরূপ এস এস সি সার্টিফিকেট এর সত্যায়িত কপি অথবা পাসপোর্ট, নিকাহ নামা, এফিডেবিট এর সত্যায়িত কপিসহ নির্ধারিত ফরমেটে আবেদন করতে হবে। স্বাক্ষর পরিবর্তনের জন্য নুতন স্বাক্ষর প্রদান করার পর পূর্বোক্ত নিয়মে সংশোধন এবং স্বাক্ষর পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
নূতন ভোটার অন্তর্ভূক্তি, নাম ও তথ্যাদির সংশোধন, অন্তর্ভূক্ত ভোটারের নাম কর্তন এবং ভোটার স্থানান্তরের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম বিনামূল্যে পাওয়া যাবে।
ভোটার তালিকা পরিদর্শনঃ
সাদা কাগজে ৫০/- (পঞ্চাশ) টাকা মূল্যের কোর্ট ফি স্ট্যাম্প সংযুক্ত করে আবেদন করতে হবে।
ভোটার তালিকা সত্যায়িত (সার্টিফাইড) কপি সরবরাহঃ
সাদা কাগজে নির্ধারিত মূল্যের কোর্ট ফি স্ট্যাম্প সংযুক্ত করে আবেদন করতে হবে। প্রতি A4 সাইজ পৃষ্ঠার জন্য ১০০ (এক শত) টাকা এবং প্রত্যেক অতিরিক্ত অর্ধেক পৃষ্ঠা বা এর কম সাইজের পৃষ্ঠার জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা।
ভোটার তালিকার সিডি সরবরাহঃ
৫০০/- (পাঁচ শত) টাকা চালান মূলে সরকারী কোষাগারে জমা প্রদান অথবা নগদ প্রদান স্বাপেক্ষে সংশ্লিষ্ট ওয়ার্ড/ইউনিয়ন/পৌরসভা/উপজেলা/ নির্বাচনী এলাকার সিডি সরবরাহ করা হয়।
জাতীয় পরিচয়পত্র সরবরাহঃ
ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত হলেই একজন ভোটারকে জাতীয় পরিচয়পত্র সরবরাহ করা হয়। এ ক্ষেত্রে ভোটার রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন কেন্দ্রে যে ছবি তোলা হয়, তা যুগপৎভাবে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত হয়। রেজিস্ট্রেশন কেন্দ্রে তোলা ছবি ও তথ্যাদি অন লাইনে ঢাকাস্থ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রেরণ করা হয়। তথঅ হতে জাতীয় পরিচয়পত্র তৈরী হয়ে জেলা নির্বাচন কার্যালয়ে আসে। অতঃপর উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রেরণ করার পর তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের মাধ্যমে সংশ্লিষ্টদের মাঝে বিলি করা হয়।
হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র পূনঃ প্রদানঃ
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে থানায় জিডি এন্ট্রি করে জিডির মূলকপিসহ নির্ধারিত ফরমেটে আবেদন করতে হবে। অফিস কর্তৃক উক্ত আবেদন ঢাকাস্থ প্রকল্প অফিসে অগ্রায়ন করে ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সংশ্লিষ্টদের মাঝে বিতরণের ব্যবস্থা গ্রহন করা হয়।
জাতীয় পরিচয়পত্রে নাম ও তথ্যাদি সংশোধন, স্বাক্ষর পরিবর্তনঃ
নাম ও তথ্যাদি সংশোধনের ক্ষেত্রে দালিলিক প্রমাণপত্র (এস এস সি) সার্টিফিকেট, পাসপোর্ট, নিকাহ নামা, এফিডিভিট এর সত্যায়িত কপিসহ নির্ধারিত ফরমেটে আবেদন করতে হবে। স্বাক্ষর পরিবর্তনের জন্য নুতন স্বাক্ষর প্রদান করার পর পূর্বোক্ত নিয়মে সংশোধন এবং স্বাক্ষর পরিবর্তনের ব্যবস্থা গ্রহন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস